Shreelekha : বিয়ে করছে শ্রীলেখা! এমনটাই জানালেন পোস্টে
শ্রীলেখা মিত্র পোস্ট করেছেন। সেখানে খবর হওয়াটা তো স্বাভাবিক। কারণ টলিউড অভিনেত্রীদের মতো এত সোজাসাপ্টা কথা তিনি ছাড়া আর কেউ বোধহয় বলতে পারেন না। তবে তার এবারের পোস্টটা একটু আলাদা। পরিপাটি করে সেজেগুজে সকলের সামনে এনেন শ্রীলেখা। পরনের পোশাক নজরে না এলেও খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল দেখে কিছুটা আঁচ করাই যাচ্ছিল। হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন, মেয়ে পছন্দ?অভিনেত্রী আরও জানান, মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনও কথা নেই। কেউ নিজের মেয়ে হিসাবেও তাঁকে পছন্দ করতে পারে। আসলে শ্রীলেখার মন এখন একদমই ভালো নেই। গত সেপ্টেম্বর তিনি তার বাবাকে হারিয়েছেন। তাই বাবাকে হারানোয় মন খারাপ বাসা বেঁধেছে শ্রীলেখা মিত্রর মনে। তাই হয়তো তার এই পোস্ট মেয়ে পছন্দ?তার এই পোস্টে অনেক কমেন্টও এসেছে। একজন লিখেছেন,ছোটোবেলা থেকেই আপনার সিনেমা দেখেছি, আমার প্রিয় নায়িকাদের মধ্যে আপনি একজন। মেয়ে পছন্দ বলেই সিনেমাগুলো দেখতাম, আর এখন আপনার পেজ ফলো করি। আরেকজনের কমেন্ট,অসম্ভব সুন্দরী তো মেয়ে।খুব পছন্দ।আর এই মেয়েকে তো অনেক ছোট থেকেই পছন্দ করি।আমার কাছে খুব খুব প্রিয় তুমি। এরকম আরও অনেক কমেন্ট এসেছে তার পোস্টে।